শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ - ১৩:১৮
আয়াতুল্লাহ সৈয়দ হাফিজ রিয়াজ হোসেন নাজাফী

হাওজা / ওয়াফাকুল মাদারিস শিয়া পাকিস্তানের সভাপতি লাহোরের মডেল টাউনে শুক্রবারের খুতবায় তাকওয়া গ্রহণের উপর জোর দিয়ে বলেছেন, মানুষের সাফল্য সম্পদ বা ধন-সম্পত্তিতে নয়, বরং তার নেক আমলে নিহিত।

হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, ওয়াফাকুল মাদারিস শিয়া পাকিস্তানের সভাপতি আয়াতুল্লাহ হাফিজ সৈয়দ রিয়াজ হোসেন নাজাফী হাওজা ইলমিয়া জামেয়া-আল মুনতাজার মডেল টাউনে শুক্রবারের খুতবায় বলেন, মৃত্যুর পর মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে; মানুষের সাফল্য দুনিয়ার ধন-সম্পত্তি নয়, বরং তার ভালো কর্ম।

তিনি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞের কারণ একান্তভাবে ইসরায়েল, তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটেছে, যা ৪২ কিলোমিটার পর্যন্ত এলাকা ধ্বংস করেছে। তিনি বলেন, কারো ওপর কোনো বিপদ এলে তা নিয়ে খুশি হওয়া উচিত নয়, বরং তা থেকে শিক্ষা নেওয়া উচিত। আগামীকাল এ ধরনের বিপদ আপনার উপরও আসতে পারে।

তিনি মনে করিয়ে দেন, বিচারক রুস্তম কিয়ানী, যিনি জেনারেল আইউব খানের শাসনামলে একজন সৎ এবং নির্ভীক বিচারক ছিলেন, একবার একটি মামলা নিয়ে কোনো কর কমান্ডার তার পক্ষে রায় দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। তখন তিনি তার লিখিত রায়ে ওই কর কমান্ডারের নাম উল্লেখ করে বলেন, "ফলান সেনা কর্মকর্তা এই আসামির পক্ষে সুপারিশ করেছেন, তাই আমি শাস্তি বাড়িয়ে দিচ্ছি।"

তিনি আরও বলেন, আমাদের বিচারকদেরও উচিত বিচারক রুস্তম কিয়ানীর মতো সাহসী হওয়া, যাতে তারা ভুলকে ভুল বলতে পারে। তাতে অবশ্যই ন্যায়বিচারের জয় হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, আমাদের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয় থাকা দরকার, তার বাইরে অন্য কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha